তুহিন, বেঙ্গল নিউজ24×7,হরিশ্চন্দ্রপুর:
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর অবস্থিত রোটি ব্যাংক ROTI BANK (HRDWT) এবার ইফতার পার্টির আয়োজন করতে চলেছে আগামী ২৮ শে মে রমজান রোজ মঙ্গলবার!
রোটি ব্যাংক এর প্রথম বর্ষপূর্তি হতে চলেছে সেই উপলক্ষে এই ইফতারের আয়োজন | উক্তt ইফতার পার্টিতে সবাইকে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়ে়ছেন ।
সেদিকে তাকিয়েই সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও বিশ্বাসের বার্তা ছড়িয়ে দিতেই এই ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে।
তারিখ :- ২৮/৫/২০১৯
স্থান:- মারবাড়ী পাড়া,হাসপাতাল রোড, হরিশচন্দ্রপুর।
যোগাযোগ :-
তানুজ জৈনঃ 8629915681