নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:
১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে এবার দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। শপথ গ্রহণের আগে গুজরাট ও বারাণসী যাওয়ার কথা রয়েছে মোদি। আগামী ২৮ মে বারাণসী যাবার কথা রয়েছে তার।
নির্বাচনে জয়লাভের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের কাছ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। বৃহস্পতিবারের বিশাল জয়ের পর শুক্রবার মোদির নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয় যেখানে সব কেন্দ্রীয় মন্ত্রী যোগ দিতে বলা হয়েছে। বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।