রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমানঃ
আপাতত ভোট যুদ্ধ শেষ। দেশ ও রাজ্যে অভাবনীয় ফল করেছে বিজেপি। কেন্দ্রে যেমন মোদী সরকার ফের, তেমনি বাংলায় আগামি দিনে বিজেপি সরকার গঠনের পূর্বাভাষ কালই জানা গিয়েছে। কারন রাজ্যে বিজেপির জয়জয়কার। ১৮টি আসনে জয়ী তারা। তাদের এই সাফল্য শাসক দলের যেমন দুঃশ্চিন্তার কারন, তেমনী হতাশ শাসক দল। আর তাদের পরাজয়ের এই তীব্র হতাশার বহিঃপ্রকাশ ঘটছে আক্রমনাত্মক ভঙ্গিতে। তেমনী একটি জ্বলন্ত উদাহরন হল, পূব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের বকুলিয়া গ্ৰামের ১৩২ নং বুথ সংলগ্ন এলাকায় একটি ১২ বছরের বাচ্চা জয় শ্রী রাম বলার জন্য বাচ্চাটিকে কে মারধর করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। ছোট্ট বাচ্চাটিও বাদ জায়নি তৃণমূল দুষ্কৃতিদের আক্রমনের হাত থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। যদিও ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ এসে উপস্থিত হয়। এমন ঘটনায় এলাকায় বিজেপি কর্মীরা আতঙ্কে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের এই আচরন আসলে হতাশারই বহিঃপ্রকাশ, তাই ছোট্ট বাচ্চাকেও আক্রমন করতে ওরা দ্বিধা করছেনা। আগামি দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল যে নিঃশ্চিহ্ন হবে এটা তার পূর্বাভাষ। অধঃপতন শুরু হয়ে গিয়েছে, পুরোপুরি বিনাশ হবে সামনের বিধানসভায়, এমনটাই বিশ্বাস বিজেপির!