নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:
ভোট গণনার দিনের শুরু থেকে ক্রমাগত পিছিয়ে থাকলেও অবশেষে ইমানদারিকেই মর্যাদা দিলো মালদার জনগণ। জয়ের ধারা অব্যাহত রাখলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী (ডালু )। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে ১৩৩৬৭ ভোটে জয়ী কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী (ডালু )।