নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:
২২ মে ইটাহারঃ পুলিশের তৎপরতায় ইটাহার থেকে উদ্ধার মুরশিদাবাদ জেলার ব্যাবসায়ীর এক মোবাইল ফোন। জানাযায়, মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর এর নিবাসী মনজিৎ সিং পেশায় হোটেল ব্যাবসায়ী। হোটেল থেকে মনজিৎ সিং এর দামি কোম্পানীর মোবাইল ফোন চুরি হয়ে যায়। তিনি মোবাইল ফোনটি ফিরে পেতে লিখিত অভিযোগ করেন লোকাল থানায়। সেখান কার পুলিশ তদন্ত শুরু করে টাওয়ার লোকেশন দেখে জানতে পারে মোবাইটি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায় আছে। মুর্শিদাবাদের পুলিশ ইটাহার থানার পুলিশের সাথে যোগাযোগ করেন, ও ইটাহার থানার পুলিশের কাছে আসে মনজিত সিং বুধবার, ইটাহার থানার মেজবাবু সমর রায় নেতৃত্বে ইটাহার থানার ঘেড়া গ্রামের এক যুবকের কাছ থেকে ওই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তবে পুলিশ সেই যুবকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ৭ হাজার টাকার বিনিময়ে সে ওই মোবাইল গ্রামের যুবক ইসলাম এর কাছ থেকে কিনেছে। ইসলাম পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনী। উল্লেখ্য, ওই ব্যাবসায়ীর হোটেলে বেশ কয়েক বছর থেকে কাজ করতো ইটাহার থানার ঘেড়া গ্রামের যুবক ইসলাম আলী। কিন্তু গত এক মাদ আগে ছেলেটি ইটাহারের বাড়িতে চলে এসেছে।
ইটাহার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে ব্যাবসায়ী মনজিৎ সিং এর হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেয়। পুলিশের এই কাজে খুশি হয়ে ইটাহার থানার অফিসার দের ধন্যবাদ জানিয়েছেন ব্যাবসায়ী। তিনি জানান, আমি হোটেলের ব্যাবসা করি মুর্শদাবাদের জঙ্গীপুরে। কিছু দিন আগে আমার ৩০ হাজার টাকার মোবাইল চুরি হয়ে যায়।আমার হোটেলে ইসলাম নামে একটি ছেলে কাজ করতো। সে কিছু দিন ধরে বাড়িতে আসে, পুলিশ আমার মোবাইটি উদ্ধার করে আমাই দিয়েছে তাদের আমি তাদের ধন্যবাদ জানায়। ইটাহার থানার ওসি অভিজিত দত্ত বলেন ভিন জেলার এক ব্যাবসায়ীর মোবাইল চুরি অভিযোগ ছিল তা উদ্ধার করে দেওয়া হোল অভিযুক্তর খোজ শুরু হয়েছে।