নিজস্ব প্রতিনিধি, নিউজ দুনিয়া ২৪x৭,মালদাঃ
নদীর তীরে আজ সকালে মৃত্যদেহ ভেসে উঠাকে কেন্দ্র করে পুরাতনমালদায় চ্যাঞ্চল ছরাই খবর পেয়ে মালদা থানার পুলিশ ছুটে আসে তদন্ত শুরু করেছে৷ মহানন্দা নদীর তীরে এক দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷এই ঘটনায় মহানন্দা নদীর মানুষ ভিড় জমায়েত হয় মৃতদেহ দেখার জন্য ।মহানন্দানদীর এক প্রান্ত ইংরেজবাজার থানা, অপর প্রান্ত মালদা থানা তাই একটু অসুবিধে হয় পরে সমাধান হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান হাত-পা বেঁধে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে৷ ওই ব্যক্তির নাম পরিচয় এখন জানা যায়নি তদন্তে নেমেছে পুলিশ।