

প্রকাশিত হল মাধ্যমিক ২০১৯ এর ফলাফল। পরীক্ষা শেষ হবার মাত্র ৮৮ দিনের মধ্যে ফল প্রকাশ করল পর্ষদ। বিগত বছরের মত এবছর ও রাজ্যের প্রথম ১০ এর মধ্যে জায়গা দখল করেছে বীরভূম জেলার তিন মেধাবী ছাত্র। বীরভূমেরে রামপুরহাট শহরের বাসিন্দা সাবর্ণ চট্টোপাধ্যায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর ৬৮৫। রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রের কথায়- তার এই সাফল্যের পিছনে তার মা এবং বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের অবদান। অপরদিকে সিউড়ীর নেতাজী বিদ্যাভবন থেকে পরীক্ষা দিয়ে রাজ্যের দশম স্থান আধিকার করেছে অরিত্র মহরা, প্রাপ্ত নম্বর ৬৮১। অন্য প্রান্তে বিকেটিটিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের সৌকর্য বিশ্বাস অধিকার করেছে রাজ্যের নবম স্থান, প্রাপ্ত নম্বর ৬৮২। সে পড়াশুনার সাথে পাল্লা দিয়ে অর্জন করেছে খেলাধুলার বিভিন্ন ট্রফি ও মেডেল, এবং প্রমাণও করে দিয়েছে খেলাধুলা করলে কোনো ক্ষতি হয়না। পর্ষদের কথায় এবছর সমগ্র পরীক্ষার্থী ছিল, ১০,৬৮,৯৮০ জন। পাশের হার ৮৬.০৭%।