রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুইগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে এবারে তৃতীয় স্থান অধিকার করছে শুভাশিষ মন্ডল। তার প্রাপ্ত নম্বর হলো ৫৮৫।
প্রতিকূলতাকে জয় করে মানসিক শক্তির উপর ভর করে মাধ্যমিকে সফলতা লাভ করল, স্কুলের ছাত্র। কথায় বলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর তা প্রমান করে দেখাল। মাধ্যমিকের আগেই পিতার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ও পরিবারে আসল বটবৃক্ষটি হঠাৎ চলে যাওয়ায় কতটা আঘাত পেতে পারে পরিবার ও পিতৃহারা সন্তান, তা সহজেই অনুমেয়। কিন্তু তাতে এতটুকুও দমে যায় নি । বাবার স্বপ্নকে সফল করতে সারা দিন পরিবারের সমস্ত কাজ সামলেও রাত-দিন এক করে গভীর মনোযোগে পরিশ্রম করে গেছে । আর তার ফলও পেয়েছে হাতে নাতে। এবার মধ্যমিকে স্থান অর্জন করে সে সকলের কাছে রীতিমতন আদর্শ হয়ে উঠেছে। খুশি সে নিজে, খুশি তার পরিবারও। তবে আপশোষ তার বাবা তার এই সাফল্য দেখে যেতে পারেননি।