নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:
এবারে মাধ্যমিকে আল-আমীন মিশনের ১৫০৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করেছে বেলপুকুর শাখার ছাত্রী সুমাইয়া খাতুন। সে বাংলায় ৯৪, ইংরেজিতে ৯১, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৯ এবং ভূগোলে ৯৮ অর্থাৎ মোট ৬৭৭ ( ৯৬.৭%) নম্বর পেয়েছে। রাজ্যে তার সম্ভাব্য স্থান ১৪-তম।