সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:
(সাঁইথিয়া-বীরভূম):
গত মঙ্গলবার রাজনৈতিক টানাপোড়েনের মাঝখানে কলকাতার বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তীব্র প্রতিবাদ জানাল সাঁইথিয়ার পথ প্রদর্শক নাগরিক মঞ্চ। আজ রাত্রে তারা নিজেরাই পোস্টার লিখে, সাঁইথিয়া শহরের প্রতি মোড়ে মোড়ে পোস্টারিং করে শহরের বিভিন্ন জায়গায়,যেমন- রেলস্টেশন, ইউনিয়ন বোর্ড মোড়, বাসস্ট্যান্ড, থানার সামনে, রেলব্রীজ, পালির মোড় সহ একাধিক জায়গায় এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়, তাদের পোস্টারে উঠে আসে, “আজ ভাঙছে বিদ্যাসাগর,কাল ভাঙবে নেতাজি , গুন্ডারা দেশ চালাচ্ছে আর শিক্ষিতরা খেলছে পাবজি” । তাদের এমনটাও দাবি, যদি এই অবস্থার পরিবর্তন না হচ্ছে আর শিক্ষিত সমাজ যদি রাজনীতির হাল না ধরে আগামী দিনে এর থেকেও ভয়াবহ হাল হবে। পথ প্রদর্শক এর পক্ষ থেকে অরণ্য পাল ও অরূপম দাস জানাই, “আমরা ছোট থেকে বিবেকানন্দ, বিদ্যাসাগর নেতাজির আদর্শে বড় হয়েছি, আর আজকে তাদের কে নিয়েও যদি রাজনীতি করা হয়, তবে এর থেকে নোংরা জিনিস হয়না বলেই মনে হয়, যার তীব্র প্রতিবাদ জানানো জন্য আমরা রাস্তায় নেমেছি যুব সমাজ।