নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭ ইটাহার :
সাংগঠনিক আলোচনা সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্লক ভিত্তিক তৃনমূল কংগ্রেস কর্মী সভার আয়োজন করা বৃহপ্রতিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকা সভার আয়োজন করা হয় ইটাহার হাইস্কুল এলাকায় সভা হলে, এদিন ব্লকের বিভিন্ন অঞ্জলের, যুব, মাদার নেতৃত্ব সহ প্রধান সহ পঞ্জায়েত, ও পঞ্জায়েত সমিতির সদস্যরা হাজির হয় এদিনের সভায়, ছিলেন ইটাহারের বিধায়ক তথা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপ্রতি অমোল আচায্য’, জেলা পরিষদের কৃষি সমবায় কম’ধক্য মোষারফ হোসেন, পঞ্জায়েত সমিতির সভাপ্রতি আবদুস সামাদ, ব্লল সভাপ্রতি অমিত গাঙ্গলী, ব্লক তৃনমূল নেতৃত্ব নাজেমূল হোসেন, মহম্মদ ইসরাইল, আসলাম আলি, পম্পা চৌধুরী সহ অন্যন্য নেতৃত্ব, এদিন অমল বাবু বলেন বত’মানে প্রবিত্র রমজান মাস চলছে ফলে দলের ও নিজের উদ্যেগে রমজান মাসের ইফতার পাটি’র আয়োজন করা অঞ্জলে অঞ্জলে, পাশাপাশি আগামী ২৩মে লোক সভার ফলাফল তাই কাউনটিং এজেণ্ট নিয়ে আলোচনা করা সহ সংগঠনের অন্যন্য দিক নিয়ে আলোচনা করার জন্য আজকে একটি ব্লক ভিত্তিক সভা আয়োজন করেছে সংগঠনের তরফে।