ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:
পশ্চিমবঙ্গের টিচার্স ট্রেইনিং কলেজ গুলির মধ্যে অন্যতম খ্যাতনামা কলেজ হল কোচবিহারের কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন (বিএড,ডিএলএড),এবং গীতাঞ্জলি প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনসটিউট।
কলেজ গুলোর পরিকাঠামো,গুনগতমান এবং শিক্ষাগত মানের দিক দিয়ে এগিয়ে রয়েছে অনেক।এ রাজ্যের অন্যান্য কলেজ গুলির থেকে।
প্রতিবছরের ন্যায় এবছরও এই কলেজ গুলির সমস্ত শিক্ষার্থী শিক্ষক ভালো ফল করায় আনন্দিত কলেজ কতৃপক্ষ্য,সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ শিক্ষার্থী শিক্ষক সবাই খুশি
কলেজ আনন্দিত হয়ে শিক্ষার্থী শিক্ষক দের কেরিয়ারের কথা ভেবে প্লেসমেন্ট সেলের উদ্দোগের কথা এবং আগামী ২১ তারিখ পঞ্চাননবর্মা অডিটোরিয়ামের আয়োজিত অনুষ্ঠানে রেজাল্ট প্রদান করার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন আজ