
বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় সিঙ্গারকোন ব্যাঙ্ক বাজার থেকে বিজেপি-এর গুন্ডাদের দ্বারা কলকাতায় বাঙালির প্রাণ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো । উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় শ্রী প্রণব রায়, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের চেয়ারম্যান মাননীয় দেবু টুডু , কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টী এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক বৃন্দ ।