• সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,
    রামপুরহাট-বীরভূম:

(ময়ূরেশ্বর-বীরভূম) :
গতকা রাত্রি ৯:৩০ নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামে করুণা সিন্ধু রায়ের পরিবার একসাথে রাতের খাবার খেতে বসে ৷ করুনা বাবুর স্ত্রী শিবানী রায় দেখতে পান যে তাদের বাড়ির সামনের দেওয়ালে বড় আকারের মাকড়সার মতো ঘোরাঘুরি করছে ৷ করুনা বাবু মাকড়সাটাকে দেখতেই মনে পড়ে যায় তার বছরখানেক আগে কার কথা , কারণ তার বাড়িতে এর আগেও গত বছর দুবার এরকমই মাকড়সার দেখা মিলেছিল ৷ তিনি তখন না না খবরের চ্যানেলে দেখেছিলেন যে এটি একটি বিষাক্ত প্রজাতির মাকড়সা , তাই এদিন তিনি মাকড়সা টি কে সঙ্গে সঙ্গে একটি কৌটো বন্দী করে রেখেছেন ৷ আবারো বছর ঘুরতে না ঘুরতেই মাকড়সাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷

Published by BengalNews24x7

আপনার এলাকা সহ দেশ, বিদেশ, রাজ্য, জেলা, খেলা ধুলা সহ সমস্ত খবরা খবর পেতে ভিজিট করুন আমাদের পেজে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started