ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:
সব রাজনৈতিক দলের মতো নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
আজ কোচবিহারের জেলা পার্টি অফিসে নতুন জেলা সভাপতি নির্বাচিত হলেন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নাজির হাট হাই স্কুলের ইংরেজি শিক্ষক এবং বিশিষ্ট সমাজ সেবিক মোঃ আমিনাল হক।
জেলার সহসভাপতি হিসাবে নির্বচিত হন ধনোঞ্জয় বর্মন।এবং জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হলেন সামিম আখতার।
এছাড়া আরও বিশেষ বিশেষ বিভিন্ন পদে আরও অনেকেই রয়েছেন বলে সুএের খবর।