নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :
২৪ জন কর্মী শনিবার দুপুরে এম আর আই ও এক্সরে ঘরে তালা দিয়ে বিক্ষভো শুরু করে তাদের দাবি মালিকের পক্ষকে বছর দুই বার ন্যায্য বেতন দেওয়ার কথা বলেন মালিক পক্ষে কোনো উত্তর করেনি। কিছু বলতে গিয়ে অস্থায়ী কর্মী শুভঙ্কর মাহাত নামে এক কর্মীকে বরখাস্ত করে মালিক পক্ষ।
তাদের অভিযোগ, কোন সুযোগ সুবীধে পাছিনা মালিদের তরফে কিছু বলতে গেলে হাতে ধরতে হয় বরখাস্তের নোটিশ দিনের ন্যূনতম বেতন হয় ৩৮৭ টাকা কিন্তু তাদের দেওয়া হচ্ছে ১৩৩ টাকা। ন্যায্য বেতন তারা পাচ্ছেন না। এছাড়া কোন সুযোগ সুবিধা না দিয়ে দিনের পর দিন মালিকপক্ষ তাদের কাজ করাচ্ছেন। এই কথা বলতে গেলে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়। এম আর আই এবং ডিজিটাল এক্সরে বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন বহু রোগী এবং তাদের আত্মীয়রা।
হাসপাতালের সুপার অমিত দাঁ জানিয়েছেন, কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা মিটিয়ে পরিষেবা চালু করতে বলা হয়েছে।মালিকের তরফে কোনো সারা পাওয়া যায়নি