তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭ , চাচল :

১১ মেঃ পানীয় জল প্রকল্পের জন্য সাবমার্শাল বসানো নিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে চাঁচলের হাতিন্ডা এলাকায়। এমনকি টাকা দিতে অস্বীকার করায় শাসক দলেরই এক পঞ্চায়েত সদস্যা ফুলমণি দাসকে রাস্তায় ফেলে মারধর ও সাব মার্শালের ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে চাঁচল ১ নম্বর ব্লকের শাসকদলের কার্যকরী সভাপতি ইন্তাজ হোসেন ও তাঁর দলবলের বিরুদ্ধে। বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়। পঞ্চায়েত প্রধান আহত পঞ্চায়েত সদস্যাকে নিয়ে চাঁচল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনায় ইন্তাজ হোসেন সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে চাঁচল থানায় মামলা দায়ের করা হয়।

যদিও এই বিষয়ে ইন্তাজ হোসেনের তরফে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনাকে সাজানো মিথ্যা কথা বলা হয়েছে। এইবিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।

Published by BengalNews24x7

আপনার এলাকা সহ দেশ, বিদেশ, রাজ্য, জেলা, খেলা ধুলা সহ সমস্ত খবরা খবর পেতে ভিজিট করুন আমাদের পেজে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started