তুহিন, ,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:
গোপনসূত্রে খবর পেয়ে ৫টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম মালেক শেখ। বাড়ি কালিয়াচকের যদুপুরের মুকলেশপাড়ায়।
শনিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল মালেক শেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি মাসকেট ও ৩টি ওয়ানসাটার। তবে তার বাড়ি থেকে কোনও কার্তুজ উদ্ধার হয়নি। ধৃতকে রবিবার জেলা আদালতে তোলা হবে বলে জানাজায়।