নিজস্ব প্রতিবেদক,বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ
এদিন সকালে মালদার মানিকচক থানার মথুরাপুর স্টান্ডে কাছে একটি হোটেলের রান্না চলাকালিন ঘরে হঠাৎ প্রায় ন টা নাগাত আগুন লেগে যায় । ভয়ে হোটেলে মালিকের ছেলে গৌতম চৌধুরী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে এলাকার পাসের দোকানের মালিক থেকে এলাকার লোকেরা ছুটে আসে গৌতম বাবু দোকানে হোটেল থেকে বেরিয়ে প্রানে বাচেন গৌতম বাবু। পার্শ্ববর্তী দোকান ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ জানান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলে ব্যবহৃত সম্পূর্ণ আসবা পত্র,খাদ্য শস্য সকাল বেলা জন্য মানুষ জন কম থাকায় কারো কোন ক্ষতি হয়নি।