ফিরোজ আলম;বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:
সারাদেশে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠান।
এই রাজ্যের উত্তরের কোচবিহার ও আলিপুর থেকে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন।
নির্বাচনের প্রচারে পিছিয়ে নেই কেউ,কিন্তুু যতই দিন গড়াচ্ছে ততই অশান্তি হচ্ছে ভোট গ্রহন কেন্দ্র গুলিতে।
যদিও অধিকাংশ বুথে এবং স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তবুও কিন্তুু অশান্তি এড়ানো যাচ্ছে না।
আগামীকাল সারা দেশে সপ্তম দফার নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রটি বিশেষ আকর্ষণ।সারা রাজ্যের নজর থাকবে এই লোকসভা কেন্দ্রে।তার কারন হল ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ টিএমসি প্রার্থী দীপক অধিকারী।
তাই আগামীকালের ভোটগ্রহন অনুষ্ঠন কেমন হবে সেটাই এখন দেখার মূল বিষয়।