তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:
ইভিএম কারচুপির অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে। শনিবার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন বিজেপি ও কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কংগ্রেস কর্মী। পাশাপাশি ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরাও সেখানে যায়। অবিলম্বে জেলা শাসককে সরানোর দাবি তুলেছেন বিজেপি ও কংগ্রেস।
কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম বলেন, শনিবার সকাল ৯’টা নাগাদ থেকে একটি ট্রাকে করে বেশ কিছু ইভিএমকে সরিয়ে ফেলা হচ্ছিল। আমাদের দলীয় কর্মীরা খবর পেয়ে জেলা নেতৃত্বকে জানাই সমস্ত ঘটনা। এরপর আমাদের জেলা নেতৃত্ব সেখানে ছুটে গিয়ে তা আটকানোর চেষ্টা করে। আমরা অবিলম্বে শাসকদলের এই অঙ্গুলিহেলনে কাজ করা জেলাশাসককে ভোট গণনার আগে মালদা জেলা থেকে সরাতে হবে বলে দাবি করেন তিনি। না হলে আবার ইভিএমে কারচুপি হতে পারে। গত পঞ্চায়েত নির্বাচনে এই জেলাশাসকের অঙ্গুলী হেলনেই গণনা কেন্দ্রে কারচুপি করেছিল শাসক দল। শাসকদলের কথায় এই জেলাশাসক চলেন। আমরা এই নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি সমস্ত ঘটনা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানানো হয়েছে।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, ইভিএমে কারচুপি করার চেষ্টা করছিল শাসক দল। আমরা এই জেলা শাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।
যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।