তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭,চাঁচল:
১১ মে এক যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলে। শনিবার ওই যুবতি চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নির্যাতিতা যুবতির অভিযোগ, প্রায় এক বছর আগে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিক বার তাঁর সঙ্গে সহবাস করেছে। ঘটনার জেরে সে গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত যুবক তাকেঁ গর্ভপাত করতে বাধ্য করেন। তাঁর আরও অভিযোগ, মিথ্যে কথা বলে ওই যুবক তাঁর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মাসখানেক আগে ওই যুবতি জানতে পারেন, অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করা রয়েছে চাঁচল থানায়। এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত যুবক তাঁকে বিয়েতে অস্বীকার করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযুক্ত এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।