
নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ
গত কাল রাতে হঠাৎ ইংরেজ বাজার ব্লকের অমৃতি অঞ্চলের সেকান্দার পুরে সুরেশ মন্ডলের বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছরিয়ে পরে গোটা বাড়িতে তাদেখে পরিবারে লোকেদের ও এলাকায় আতঙ্ক ছরিয়ে পরে। তরিঘরি দমকলে খবর দিলে ছুটে আসে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এলাকা বাসিন্দারা জানান হঠাৎ সিলিন্ডা থেকে আগুন লেগে যায় সিলিন্ডার ফেটে যায়। দমকল বাহিনী টাইম মতো পৌছানোর ফলে বড়সড় দূর ঘটনার হাত থেকে রেহাই পাই ওই পরিবার সহ গোটা এলাকা। দমকলবাহিনী টাইমে পৌছানোর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।