নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ
স্বামীর সাথে মাঝে মধ্যেই বাড়িতে লেগেই থাকতো বিবাদ। ইংরেজ বাজার থানার গঙ্গাবাগ এলাকার বাসিন্দা বুধবার রাতে স্বামী সাথে বিবাদ বারতে থাকে তার জেরে স্ত্রী অর্পিতা দাসগুপ্ত (৩১) আ্যসিড খেয়ে নেই রাতেই মালদা মমেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা চলে বৃহস্পতিবার ভোর রাতে গৃহবধূ মৃত্যু হয়। পুলিশ সুত্রে জানাযায় মৃতের নাম অর্পিতা দাশগুপ্ত(৩১)। স্বামী শুভেন্দু দাসগুপ্ত।তাদের পরিবারে দুই ছেলে মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। ।অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে জুয়া নেশায় পরিনতো হয়েছে কখনো আইপিএল বেটিং সহ বিভিন্ন জুয়ার খেলা করতো। তার জেরে লক্ষ টাকা বেশি ঋণ হয়ে পরে। এই নিয়ে মাঝে মধেই গৃহবধূকে মারধোর করত। তার জেরেই এই ঘটনা ঘটে অভিযুক্ত স্বামী পলাতক পুলিশ তদন্তে নেমেছে।