নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার :
বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্ম জয়ন্তী উৎসব সারম্বে পালিত হোল ইটাহারে। এদিন সকাল সকাল নাগাদ ইটাহারে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান সহ বেসরকারী প্রতিষ্ঠান গুলো কবি গুরুর জন্ম উৎসব পালন করা হয়।কোথাও কবি গুরুর ছবিতে মাল্যদান আবার কোথাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
এদিন ইটাহার ন্যাশনাল মিশন স্কুল, বানবোল হাইস্কুল, দুগা’পুর পাবলিক স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ে কবি গুরুর জন্মদিন উৎসব কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সারওয়ারদি, বানবোল হাইস্কুলে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক চন্দ নারায়ন সাহা প্রদিপ চন্দ্র দুগা’পুর পাবলিক স্কুলে ছিলেন পিনসিপাল সুরজ জয় সোয়াল, সভাপ্রতি শ্যামল ব্রম্ব, সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা।