ওয়েব ডেস্ক,বেঙ্গল নিউজ ২৪x৭:

মোদির নিশানা রাজীব যুদ্ধ জাহাজ ব্যবহার, কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার
কংগ্রেস সরকার শাসন কালে রাজীব গান্ধীর যুদ্ধজাহাজ ব্যবহার বিতর্কের পাল্টা দিল কংগ্রেস। এদিন কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী
প্রচারে বিমান বাহিনীর জেট ব্যবহার করছেন নিজের ট্যাক্সির মতো করে। মূল্য দিচ্ছেন ৭৪৪ টাকা। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট নিয়ে এদিন মোদীকে আক্রমণ করেন
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা।
সুরজেওয়ালা মোদীকে আক্রমণ করে বলেন, বিভ্রান্ত করা এবং নকল মোদীর শেষ অবলম্বন। ভারতীয় বিমান বাহিনীর জেটকে নিজের ট্যাক্সিতে পরিণত করেছেন।
অভিযোগ করেন কংগ্রেস মুখপত্র। মোদী নির্বাচনী প্রচারে এই জেট ব্যবহারে মাত্র ৭৪৪ টাকা করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর নিজের করা পাপকে নিজেই ভয় পাচ্ছেন আর নির্লজ্জভাবে অন্যদের দিকে আঙুল তুলছেন, কটাক্ষ করেন কংগ্রেস মুখপত্র। রাজীব গান্ধী যুদ্ধ জাহাজ আইএনএস
বিরাটকে নিজের পরিবারের ছুটি কাটানোয় ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মোদী। এদিন তারই পাল্টা দিল কংগ্রেস।
আরটিআই-এর ওপর ভিত্তি করা একটি মিডিয়া রিপোর্ট বলছে, ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বিজেপি সবমিলিয়ে ১, ৪ কোটি টাকা ভারতীয় বিমান বাহিনীকে দিয়েছে মোদীর
২৪০ টি বেসরকারি দেশী ভ্রমণের জন্য।