নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :
তীব্র গরমে মালদা বাসিন্দারা গরমে ক্লান্ত ও হাঁসফাঁস অবস্থা।অফীস যাত্রী থেকে সুরু করে দিন মজুর ও বাসচালোক সকলে এই গরমে ক্লান্ত হয়ে পরছে। একইভাবে তাপমাত্রা বৃদ্ধি বারতেই চলেছে।তবে দেশের বিভিন্ন জায়গায় ফণীর প্রভাব পরেছে।তার জেরে বৃষ্টিপাত ও জোর হাওয়ায় বয়েছে গরমের তীব্রতা আনেক টাই কম হয়েছিল। গত কয়একদিন যেতে না যেতেই তাপমাত্রার পারদ চড়তে থাকে। গত সোমবার বেলা বাড়ার সাথে সাথে।
তাপমাত্রা বারতে না বারতে মালদা শহর থেকে গ্রাম চোখ পরছে ঠান্ডা পানীয়জলের দোকানে ভীর তার জেরে দাম বৃদ্ধি পেয়েছে ডাবের জলের সাথে সাথে আঁখের রসের ও তরমুজ জাতীয় ঠাণ্ডা ফলের চাহিদা ।যে ডাবের দাম ছিল ২০ থেকে ৩০টাকা এদিন পৌঁছায় ৩৫ থেকে ৪০ টাকাতে।পথ চলতি মানুষ কান্ত হয়ে ঠায় নিছেন গাছে ছায়ায়।
