নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার:

৮ মে ইটাহার : দিনে দুপুরে এক মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারে।এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার শদর ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে, জানা গিয়েছে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভবনের বেশকিছু দিন ধরেই সংস্কারের কাজ চলছে ফলে বেসরকারী সংস্থা কাজের দায়িত্ব পায়, ফলে সংস্থা কর্মীরা কাজ করলেও এদিন কাজের সংস্থার মালিক গুলজার হোসেন কাজ দেখতে আসেন দুপুর নাগাদ ফলে তার মোটর বাইকটি স্বাস্থ্য কেন্দ্রের সামনে রেখে কাজের পরিদশন করে এসে দেখে তার বাইক টি নেই।পরে cctv ফুটেজ দেখে দুই যুবক তার বাইক নিয়ে চম্পট দেয়, খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ, পুলিস cctv ফুটেজ দেখে চোরের খোজ শুরু করেছে।