নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান :

সকাল পাঁচটা নাগাদ পূর্ব বর্ধমানের, রায়না ব্লকের মিরাপোতা বাজার এলাকার বামুনপুকুর ঢালের কাছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হলো দুই লড়ির, দুই চালকের। একটি লড়ি বর্ধমানের দিক থেকে এবং অপরটি আরামবাগের দিক থেকে আসছিল। দুটি লড়ির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই চালকের মৃত্যু হয়। দুটি লড়ির খালাসি দের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষরা জানিয়েছেন হয়তো লড়ির চালকেররা মদ্যপ অবস্থায় ছিল নয়তো যে কোনো একজন চালক ঘুমিয়ে যাওয়ার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাত সকালে এই রকম একটা দূর্ঘটনা ঘটায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেহারা ফাঁড়ির পুলিশ (রায়না থানা) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।