ওয়েব ডেস্ক ,বেঙ্গল নিউজ ২৪x৭:
ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে কাশ্মীর উপত্যকা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ সত্তুর বছরের লড়াই।
এরই মধ্যে মাস দুয়েক আগে পুলওয়ামায় আত্মঘাতী হামলা হয় বলে জানা যায়।হামলা চালায় কাশ্মীরি এক যুবক নাম আদিল আহমেদ দার।
আদিল আহমেদ দারের আত্মঘাতী হামলায় প্রায় পশ্চাশ জনের মতো ভারতীয় সেনা জওয়ান জীবন হারায়।
তার পর পরিস্থিতি আরও জটিল হয়।সারা দেশে কাশ্মীরিদের উপর অত্যাচার শুরু হয়।সারা দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রস্তুুতি শুরু হয়েছিল।
সেই কাশ্মীরিদের শাসনভার সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি ছিল প্রায় বছর ধরে।
লোকসভা নির্বাচনে গতকাল আদিলের গ্রামে ভোট দেয় মাত্র পনেরো জন। পাশ্ববর্তী গ্রামগুলিতে একটিও ভোট পরেনি।
তাই চমকে উঠল গোটা দেশ।প্রশ্ন উঠছে নানা মহলে কেন এমন অবস্থা।জঙ্গিদের ভয়ে ভোট দিতে আসেনি না তারা ভোট বয়কট করেছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সারা দেশে।