সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,
রামপুরহাট-বীরভূম:
(সাঁইথিয়া-বীরভূম): আজ অক্ষয় তৃতীয়া।
শুভ অক্ষয় তিথির জন্য সাঁইথিয়ার সতীপীঠ(নন্দিকেশ্বরী তলায়) দেশবাসী ও রাজ্যবাসীর সুকামনার জন্য, এক বিরাট মহাযজ্ঞ এর আয়োজন করা হয়েছে।ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে। সাথে সাথে প্রচুর ভক্ত লাইন দাড়িয়ে মায়ের পুজো দেয়। সকাল থেকেই প্রচুর ভক্ত আসেন মূলত মহাযজ্ঞ দেখার জন্য। অনেক ব্যাবসায়ী তাদের নতুন হাল-খাতার পূজো করান। একই সঙ্গে কিচ্ছু সেচ্ছাসেবক মহিলা আগত ভক্তদের জলযোগ করায়। প্রচুর ভক্তের সমাগম হয়। সব মিলিয়ে আজ একটি অন্য রূপ দেখাগেছিল সাঁইথিয়ার নন্দিকেশ্বরী তলা মায়ের মন্দির।