বাপি মন্ডল ,বেঙ্গল নিউজ ২৪x৭,কোচবিহার :ফণীর তাণ্ডবে বিধস্ত উড়িষ্যা সরকারের পাশে দাঁড়াতে পথে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করল কোচবিহার এক সেচ্ছাসেবী সংস্থা। কোচবিহার দাস ব্রাদাস মোড়ে মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি কোচবিহার শহরে গঠন হয়েছে এই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাটি বলে জানা গেছে । সংস্থার সভাপতি জহর দেব জানান, আমরা ফণীর তাণ্ডবে বিধস্ত হতে দেখেছি উড়িষ্যা রাজ্যকে। সেই দুর্যোগে সেই রাজ্যের বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ওই রাজ্য সরকারের ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই কোচবিহারে পথে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করি। যেখানে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্তের শিশু শিল্পীরা।ওই অনুষ্ঠান চলাকালীন সংগ্রহ করা হয় ত্রান তহবিল। সংগৃহীত অর্থ উড়িষ্যার মুখ্যমন্ত্রী ত্রান তহাবিলে পাঠানো হবে বলে তিনি জানান । দুর্গত এলাকার মানুষের পাশে দাড়াতে সংস্থার সদস্যরা পথ চালিত মানুষ থেকে শুরু করে বিভিন্ন দোকান থেকে এদিন অর্থ সংগ্রহ করে । সংগৃহীত এই অর্থ উড়িষ্যার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হবে বলে তারা জানান ।
